সোমবার ১৪ এপ্রিল ২০২৫ - ১৪:১৪
আধ্যাত্মিক ও পার্থিব সাফল্যের রহস্য

হাজ শেখ জাফর মোজতাহেদীর কাছে সাফল্যের রহস্য জানতে চাইলে তিনি দুটি মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করেন।

হাওজা নিউজ এজেন্সি: আপনি কি জীবনে সাফল্যের রহস্য খুঁজছেন? হাজ শেখ জাফর মোজতাহেদী সহজ কিন্তু গভীর বক্তব্যের মাধ্যমে আধ্যাত্মিক ও পার্থিব সাফল্যের চাবিকাঠি তুলে ধরেছেন। 

একদল লোক একসময় মোজতাহেদী সাহেবের কাছে এসে তার সাফল্যের রহস্য জানতে চান। 

তিনি বলেন, “এই সমস্ত সাফল্য অর্জনের মূল সংক্ষেপে মাত্র দুটি শব্দে।” তিনি এত সহজভাবে বলেন যে উপস্থিত সবাই ভাবেন, শুধু এই দুটি শব্দ বললেই তারা মোজতাহেদী সাহেবের মতো হয়ে যাবেন। তাদের জোরাজুরির পর তিনি অবশেষে বলেন,
“প্রথমত, আল্লাহর ফরজ কাজগুলো পালন করা এবং হারাম কাজগুলো ত্যাগ করা।
দ্বিতীয়ত, মাকরুহ (অপছন্দনীয়) কাজ থেকে দূরে থাকা এবং মুস্তাহাব (প্রস্তাবিত) কাজে আগ্রহী হওয়া।” নিঃসন্দেহে এই সহজ কথাটির মধ্যে এক বিশাল জগত লুকিয়ে আছে। 

সূত্র: লালায়ে আজ মালকুত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৭১

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha